Saturday, November 2, 2024
HomeBreakingসাত দিন পর মাকে ফিরে পেল পরিবার।

সাত দিন পর মাকে ফিরে পেল পরিবার।

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ১৬ মার্চঃরাজ্য পুলিশের জন্যই মাকে ফিরে পেল মেয়ে।পথ ভুলে মা ডুয়ার্স থেকে চলে এসেছিল শিলিগুড়ি।কিন্তু শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল পরিবার।

রতিও ওরাও এর বাড়ি ডুয়ার্সের মাদারিহাটে। এক সপ্তাহ যাবত তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাচ্ছিলেন না। এদিকে ওই মহিলা পথ হারিয়ে কোনো ভাবে চলে আসেন শিলিগুড়িতে। ওই মহিলাকে রাস্তায় একাকী ঘুরতে দেখে নিউ জলপাইগুড়ি এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পারে ওই মহিলার বাড়ি ডুয়ার্সের মাদারিহাটে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মাদারিহাট থানার সাথে যোগাযোগ করে এবং মহিলা উদ্ধারের খবর জানায়। অপরদিকে মাদারিহাট থানায় ওই মহিলা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিল মহিলার পরিবারের লোকজন। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ নিখোঁজ ওই মহিলার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর শুক্রবার মাদারিহাট থানা থেকে ওই বৃদ্ধ মহিলার পরিবারের লোকজন খবর পান এনজেপি থানাতে রয়েছেন রতিও ওরাও। সঙ্গে সঙ্গে তার দুই মেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানাতে। এরপর নিউ জলপাইগুড়ি থানা থেকে শনিবার মাকে নিয়ে তারা ফিরে যান বাড়িতে। রতিও ওরাও এর দুই মেয়ে এক সপ্তাহ পর মাকে ফিরে পাওয়ার পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments