Saturday, July 27, 2024
HomeBreakingনকল মদ কারখানার হদিশ শিলিগুড়িতে।

নকল মদ কারখানার হদিশ শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ১১ এপ্রিল: নকল মদে ভরেছে বাজার। চারিদিকে ছড়িয়ে পড়ছে এই নকল মদ। আর এই কারণেই মদ কেনার আগেও দেখে কিনুন।

নকল মদ বিক্রির কারবারের বিরুদ্ধে অভিযানের নেমে বড় সড় সাফল্য পেল শিলিগুড়ির নক্সাশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকরা। আবগারি বিভাগের এই অভিযানে উদ্ধার হয় ৫০০ লিটার কাঁচা স্পিরিট। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই আবগারি বিভাগের কাছে খবর আসছিল বিভিন্ন ব্র্যান্ডের মদের নকল বাজারে ছাড়া হচ্ছে। অর্থাৎ কারখানায় তৈরি হচ্ছে ডুবলিকেট মদ। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর বিভিন্ন সূত্র কে কাজে লাগায় নকশালবাড়ি আবগারি বিভাগ। কারণ ওই নকল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে সাধারণ মানুষ। পাশাপাশি নকল মদের কারণে রাজস্বের ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। আর এই কারণেই ওই ডুবলিকেট মদ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে টিম তৈরি করে আবগারি বিভাগ। অবশেষে মিলে গেল সাফল্য। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার অন্তর্গত গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায় নক্সাশালবাড়ির আবগারি দপ্তরের আধিকারিকেরা।সেখানে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ স্পিরিট উদ্ধার হয়,পাশাপাশি Royal Green Deluxe এবং mcdowells no.1 কোম্পানির ২,৫০০পিস পাউচ উদ্ধার হয়, ওই নকল মদ তৈরীর কারখানা থেকে একটি পাঞ্চিং মেশিন উদ্ধার করা হয়। তার পাশাপাশি ইম্পেরিয়াল ব্লু মদের বোতলের ৪০০০ টি নকল ছিপিও সহ একাধিক জাল মদ বানানোর সরঞ্জাম উদ্ধার করে আবগারি বিভাগ। নকশালবাড়ি আবগারি বিভাগের কর্তারা জানিয়েছেন উদ্ধার হওয়া এই স্পিরিট দিয়েই সেখানে নকল মদ তৈরি করা হতো । এই অভিযানে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ২১ লক্ষ টাকা। নকল মদ তৈরির এই কারখানায় অভিযান চালিয়ে আবগারি বিভাগ ঝাড়ু সিংহ নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে জানতে পারে।তবে বর্তমানে সেই ব্যক্তি পলাতক রয়েছে বলেই জানিয়েছে আবগারি বিভাগ।তার খোঁজে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ির নকশালবাড়ি আবগারি দপ্তর।
আর হ্যাঁ, আপনিও থাকবেন সতর্ক, কারণ টাকা দিয়ে যে মদ কিনছেন, তা আসল তো ? দেখে নিচ্ছেন তো?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments