Saturday, July 27, 2024
HomeBreakingভোটের আগে রমরমা মদের কারবার,দেশি-বিদেশি মদ সহ গ্রেপ্তার এক

ভোটের আগে রমরমা মদের কারবার,দেশি-বিদেশি মদ সহ গ্রেপ্তার এক

নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি ৫ এপ্রিল:চলছিল রমরমা দেশি-বিদেশি মদের কারবার। বেআইনিভাবে দেশী-বিদেশি মদ মজুদ করে চড়া দামের বিক্রির চক্র চলছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। সকাল থেকে রাত স্থানীয় এবং বহিরাগত রাত মদের জন্য ছুটে আসছিল ওই এলাকায়। দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল বেআইনিভাবে মদের কারবার চলছে শহীদ কলোনি এলাকায়। সূত্রের পাওয়া খবর অনুযায়ী অবশেষে ওই মদের ঠেকে অভিযান চালালো নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। পুলিশের অভিযানে মিলে গেল সাফল্য। উদ্ধার হল প্রচুর দেশি-বিদেশী মদ। বেআইনিভাবে মদ মজুদ এবং মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হলো শহীদ কলোনির বাসিন্দা দুলাল রায় কে। সামনেই লোকসভা ভোট, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন । এলাকায় এলাকায় চলছে আধা সামরিক বাহিনীর টহল। পুলিশ নজর রাখছে কোথাও বেআইনি মদের কারবার বা কোথাও টাকার লেনদেন হচ্ছে কিনা। আবার কোথাও ভোটারদের ভয় দেখানো বা প্রলোভীত করা হচ্ছে কিনা সেদিকেও। ভোটের আগে গ্রাম বাংলার বিভিন্ন দিকেই চলে রমরমা মদের কারবার । বিকেল হলেই মদের নেশায় বুদ হয়ে যায় যুব তরুণ প্রজন্ম। আর এই মদ্যপানের পরই হয় অশান্তি। আর এই কারণেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেআইনি মদের কারবার রূখতে তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার শহীদ কলোনির দুলাল রায় কে গ্রেফতার করে প্রচুর মদ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments