Saturday, July 27, 2024
HomeBreaking১০৫৯০০০ টাকার প্রতারণা গ্রেফতার সৌরভ দারুকা।

১০৫৯০০০ টাকার প্রতারণা গ্রেফতার সৌরভ দারুকা।

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩ মে:
ভিন রাজ্যে কপার প্লেট অর্ডার দিয়ে প্রতারণার শিকার হলেন শিলিগুড়ি শহরের এক বাসিন্দা। তন্ময় খেমকা নামে ক্ষুদিরাম কলোনির ওই বাসিন্দা প্রায় ১১ লক্ষ টাকা তার সাথে প্রতারণা করা হয়েছে এমনই অভিযোগ করেন ভক্তিনগর থানায়। অভিযোগ সৌরভ দারুকা নামে রাজস্থানের জয়পুরের এক ব্যক্তি তার সাথে প্রতারণা করেছেন। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ কপার প্লেট কেনার জন্য তন্ময় বাবু সৌরভ দারুকাকে
প্রায় ১১ লক্ষ টাকা এডভান্স দিয়েছিলেন বলেই ভক্তিনগর থানায় অভিযোগ করেন। কিন্তু টাকা দেওয়ার পরেও তন্ময় বাবুর কপার প্লেট ডেলিভারি হয়নি বলেই অভিযোগ। ১১ই ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ভক্তিনগর থানার পুলিশ ৪২০ ৪০৬ এবং ৩৪ আইপিএস এর ধারায় ঘটনার ইনভেস্টিগেশন শুরু করে। ভক্তিনগর থানার সাব ইন্সপেক্টর গোপাল চন্দ্র মন্ডল এই ঘটনার তদন্তভার নেন। তদন্তে নেমে সমস্ত তথ্য সংগ্রহ করার পর ভক্তিনগর থানার পুলিশ টিম রাজস্থান থেকে অভিযুক্ত সৌরভ
দারুকাকে গ্রেফতার করে এবং জয়পুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসে। শিলিগুড়ির বানেশ্বর মোড় সংলগ্ন ক্ষুদিরাম কলোনির বাসিন্দা তন্ময় খেমকার অভিযোগ তার সাথে প্রতারণা করেছে সৌরভ দারুকা। প্রায় ১১ লক্ষ টাকা নিয়েও কপার প্লেট তাকে ডেলিভারি করা হয়নি। অবশেষে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে রাজস্থান থেকে শিলিগুড়ি নিয়ে এসে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments