Saturday, July 27, 2024
HomeBreakingরমরমা মদের আসরে পুলিশের হানা গ্রেপ্তার ২

রমরমা মদের আসরে পুলিশের হানা গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ১৬ মার্চঃ মদের নেশা সর্বনাশা।বাংলা মদের নেশাতেই বাংলা শেষ!মদের নেশা সর্বনাশা জানা সত্ত্বেও, বর্তমানে বাংলার এই নেশাকে সাথী করেই সর্বনাশের পথে যাচ্ছে যুবতরুণ প্রজন্ম।মদ খেয়ে বাড়িতে অশান্তি,মদ খেয়ে যানবাহন চালানোর জন্য দুর্ঘটনা, প্রতিদিন এই ঘটনায় যেমন অতিষ্ঠ গ্রাম বাংলার গৃহবধুরা,ঠিক তেমনি পথে চলাফেরা করতে ভয়ের মুখে থাকতে হয় পথচারীদের।অপরদিকে এই মদের জন্যই সবচেয়ে বেশি অশান্তির ঘটনায় কাল ঘাম ছোটে পুলিশের।অশান্তি, মারপিট, খুন,হানাহানির ঘটনার পেছনেই থাকে এই মদ্যপান। গ্রাম বাংলার অলিগলিতে দেশী ও বিদেশী মদের কারবারে অতিষ্ঠ গ্রাম বাংলার মা বোনেরা।

রাজ্যের বিভিন্ন থানায় এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি রুখতে তৎপর আবগারি বিভাগ এবং রাজ্য পুলিশ প্রশাসন। বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে মাঝে মাঝেই চলে অভিযান। একদিকে রাজস্ব ফাঁকি দিয়ে মদ বিক্রি, অপরদিকে যত্রতত্র মদের ঠেকের কারণেই ঘটে অশান্তি,আর সেই কারণেই বেআইনি মদের কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালায় পুলিশ প্রশাসন। শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টি পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে সূর্যসেন কলোনি ডি ব্লক এলাকাতে বেআইনি ভাবে বিক্রি হচ্ছে মদ। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। সেখানে অভিযান চালিয়ে প্রচুর বেআইনিভাবে বিক্রি হওয়ার দেশি মদ উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় স্বপন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বেশ কিছুদিন যাবত বেআইনিভাবে বাড়িতে মদ মজুদ রেখে বিক্রির কারবার চালাচ্ছিল। ধৃত স্বপন শীলকে শনিবার জলপাইগুড়ি আদালতে বি ই আ‍্যাক্টের মামলায় পাঠায় পুলিশ। এই অভিযানের পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে জাবড়াভিটা এলাকায় গোপাল সাহা নামে এক ব্যক্তি মদ মজুদ রেখে রমরমা মদের কারবার চালাচ্ছে। এরপর জাবরাভিটাতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। প্রচুর দেশি-বিদেশি মদ সহ গ্রেফতার করা হয় গোপাল সাহাকে। এই ঘটনার পর এলাকার মানুষজন বলছেন এমন অভিযান আরো প্রয়োজন। মদ বিক্রি বন্ধ হওয়া উচিত। এই মদের জন্যই শেষ হয়ে যাচ্ছে বাংলা। বিউরো রিপোর্ট আমার বাংলা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments