Saturday, July 27, 2024
HomeBreakingনেশার টাকা জোগাড় করতেই একের পর এক চুরি

নেশার টাকা জোগাড় করতেই একের পর এক চুরি

নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি ২৯ মার্চ: নেশার টাকা জোগাড় করতেই একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা।
মাদকের নেশায় বুঁদ যুব প্রজন্ম। হেরোইন, ড্রাগ ,গাজার নেশা, ইঞ্জেকশন, কাফ সিরাপের নেশায় মেতেছে তরুণ যুব প্রজন্ম।
কাজকর্ম বাদ দিয়ে দিনভর নেশা আর অন্ধকার হলেই চুরি। হ্যাঁ, এমনটাই চলছে শিলিগুড়ি শহরে, আর এই কারণেই কার্যত চিন্তায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশ কর্মীরা। কখনো বাগডোগরা, কখনো মাটিগাড়া, কখনো শিলিগুড়ি , কখনো ভক্তিনগর, কখনো প্রধাননগর, কখনো নিউ জলপাইগুড়ি থানা এলাকায় চলছে একের পর এক চুরির ঘটনা। কখনো মোবাইল ছিনতাই, কখনো মোবাইল চুরি, কখনো বাড়ির তালা ভেঙে চুরি, কখনো বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনাও ঘটছে শিলিগুড়ি শহরে।

একের পর এক ঘটনার পর পুলিশ তদন্ত নেমে অভিযুক্তদের গ্রেফতার করতেই ,আরেকটি ঘটনা ঘটিয়ে ফেলছে নেশাক্তরা।

কিছুদিন আগেই শিলিগুড়ির ফুলবাড়িতে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরি চেষ্টা এবং একটি বাড়িতে গৃহকর্তাসহ অন্যান্যদের মারধর করে টাকা লুটের ঘটনা ঘটে। এবার আবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার বাড়িভাষা এলাকায় পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় তীব্র চঞ্চল ছড়ালো এলাকায়। শুধু তাই নয় দুষ্কৃতিদের হাত থেকে রেহাই পায়নি রাস্তায় থাকা সরকারি স্ট্রীট লাইটও। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতের। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বিশ্বাস। পাশাপাশি ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছেন গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতী ওই এলাকায় এসে ওই এলাকার পর পরবে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা চালায়। ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে গিয়ে তারা মোবাইল, নগদ টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে চম্পট দেয় বলেই অভিযোগ। এরপরই স্থানীয়রা এই ঘটনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এই ঘটনা প্রথম নয় এর আগেও একাধিক বার ওই এলাকায় এইভাবে চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় কিছু যুবক প্রতিনিয়ত নেশাক্ত থাকে তারাই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments