নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩০ মার্চ: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোস্ট এলাকায় প্রায় এক দেড় মাস আগে এক ব্যক্তির একটি ক্যামেরার ছিনতাই এর ঘটনার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোস্টে।
পাকুরতলা মোড় এলাকায় ক্যামেরা ছিনতাই এর চেষ্টার ওই অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ।
ঐ ক্যামেরা ছিনতাই এর অভিযোগের ঘটনার তদন্তে নেমে অবশেষে সাফল্য পেল পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ। গ্রেফতার করা হলো অভিযুক্ত বাসুকিনাথ সাহাকে। ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত বাসুকীনাথ সাহার বাড়ি ডাবগ্রামের সুকান্তনগর এলাকায় বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তকে খুঁজছিল শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউট পোস্টের পুলিশ। অবশেষে শুক্রবার রাতে মিলে গেল সাফল্য। জানা গিয়েছে স্বামীজি মোড় এলাকা থেকে অভিযোগ থেকে গ্রেফতার করে পানিট্যাংকি আউট পোষ্টের পুলিশ।