নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩ এপ্রিল:উদ্ধার হল প্রচুর খুকরি ও ভোজালি। পুলিশের নাকাতল্লাশীতে উদ্ধার হল বিপুল পরিমাণ ভোজালি খুকরি।
বুধবার দুপুর আড়াইটা নাগাদ শিলিগুড়ি পানিট্যাংকি মোড়ে পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ নাকা চেকিং করার সময় শিলিগুড়ি কালিম্পংগামী একটি বেসরকারি বাস থেকে কুড়িটি খুকরি ভোজালি সহ এক ব্যক্তিকে আটক করে।
জানা গেছে ঐ ব্যক্তির নাম নূর বাহাদুর কামি, বয়স ৫৩ বছর।
তিনি কালিংপং এর বোম বস্তি এলাকার বাসিন্দা। নূর বাহাদুর কামি পেশায় ব্যবসায়ী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি আউটপোষ্টের পুলিশ
নাকাচেকিং করার সময় একটি ব্যাগের মধ্যে ওই খুকরি এবং ভোজালি দেখতে পায়। এরপর ব্যাগের মালিককে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের তার কথাবার্তায় অসঙ্গতি মেলে। এরপর ওই ব্যক্তিকে কুড়িটি খুকরি ও ভোজালি সহ আটক করা হয়। উদ্ধার হওয়া খুকরির এবং ভোজালির আনুমানিক মূল্য ১৬০০০ টাকা।
নেপাল থেকে এই বিপুল পরিমাণ খুকরি ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি কি কারণে কালিংপং নিয়ে যাচ্ছিলেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এই অস্ত্র পাচারের পেছনে কোনরকম রাজনৈতিক মতলব রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
পানিট্যাংকি পুলিশ ঐ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। সম্পূর্ণ ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।