নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ মার্চ: হোলিতে রমরমা মদ বিক্রির ছক ছিল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার সাউথ কলোনির বাসিন্দা, মনোজ সিং এর।
কিন্তু নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের অভিযানে ভেস্তে গেল সেই ছক। রবিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে নিউ জলপাইগুড়ি থানা এলাকার সাউথ কলোনি বাজারের মনোজ সিংহের বাড়িতে মজুদ রয়েছে প্রচুর মদ। হোলি উৎসবে মদ বিক্রি করে বাড়তি অর্থ রোজগারের আশায় প্রচুর মদ বাড়িতে মজুদ করেছিল মনোজ সিং। কিন্তু গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ সাউথ কলোনি বাজার এলাকায় মনোজ সিং এর বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করে এবং মনোজ সিং কে গ্রেফতার করে। অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মনোজ সিং কিছুদিন ধরেই মদের কারবার করছিল বলে পুলিশের কাছে খবর আসছিল, কিন্তু হোলিতে প্রচুর পরিমাণে মদ তুলে রমরমা মদের ব্যবসা করার ছক ছিল তার।