নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ১ আগস্ট:শিলিগুড়িতে লাগাতার চলছে চুরি ছিনতাই এর মতো ঘটনা।
বাড়ি তালা মেরে কোথাও যাওয়ার উপায় নেই। নিমেষের মধ্যেই দুষ্কৃতীরা অপারেশন চালাচ্ছে। সম্প্রতি শিলিগুড়ি শহরে প্রতিটি থানা এলাকাতেই একের পর এক চুরির ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন। প্রতিটি চুরির ঘটনার তদন্তে নেমে দুষ্কৃতীরা ধরা পড়লেও এরই মাঝে ঘটে যাচ্ছে আরেকটি চুরির ঘটনা। আর এর ফলেই কাল ঘাম ছুটছে পুলিশের। এরি মাঝে শহরে মাঝেমধ্যেই ঘটছে ছিনতাই এর ঘটনা। ঠিক এমনই একটি ছিনতাই এর ঘটনা ঘটেছিল গত ২৭ তারিখ রাত আটটা নাগাদ। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা কাঞ্চন মিশ্রা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করেন এবং পুলিশকে জানান,শিলিগুড়ি সেবক রোডের পায়েল মোড়ের কাছে একটি মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ওই মহিলা লিখিত অভিযোগে জানান, তার ব্যাগে একটি দামি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা, আধার কার্ড, তিনটি এটিএম কার্ড ও প্যান কার্ড ছিল। ওই ছিনতাইয়ের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে ভক্তিনগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। বিভিন্ন সিটিটিভি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সূত্র কে কাজে লাগায় পুলিশ। অবশেষে বৃহস্পতিবার রাতে মিলে গেল সাফল্য। এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি ওই ছিনতাই এর ঘটনায় ব্যবহৃত নীল রঙের মোটর বাইকটি কেউ আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মোবাইল ফোন, এটিএম কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। তদন্তকারী অফিসার এএসআই দীপক কর্মকার এই ঘটনার তদন্তে ছিলেন। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের পুরনো কোন ক্রাইম রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত দুজনকেই শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠাবে ভক্তিনগর থানার পুলিশ। অপরদিকে উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং নথি আইন অনুযায়ী অভিযোগকারীণী কাঞ্চন মিশ্রার হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিউরো রিপোর্ট আমার বাংলা।