Wednesday, February 12, 2025
HomeBreakingশিলিগুড়ির মন্দিরে চুরি গ্রেপ্তার অভিযুক্ত

শিলিগুড়ির মন্দিরে চুরি গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২ আগস্ট:শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার বাঁশবাড়িতে একটি শিব মন্দিরের চুরির ঘটনা ঘটে দুদিন আগে। ওই মন্দিরে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় মানুষ পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেয়। মন্দিরের চুরির ঘটনার লিখিত অভিযোগ পাবার পর ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে বৃহস্পতিবার রাতে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই মন্দিরের চুরির ঘটনায় অভিযুক্ত গৌতম অধিকারী কে গ্রেফতার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় মন্দির থেকে চুরি যাওয়া জিনিসপত্র। ধৃত গৌতম অধিকারী ঠাকুরনগর বিজেপি কলোনির বাসিন্দা। অভিযুক্তকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments