Saturday, November 2, 2024
HomeBreakingএনজেপি স্টেশন এর কাছে রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালগাড়ি।

এনজেপি স্টেশন এর কাছে রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালগাড়ি।

প্রসেনজিৎ রাহা,শিলিগুড়ি ৩১ জুলাই:আবারো রেল দুর্ঘটনা।আবারো সংবাদ শিরোনামে সেই রাঙ্গাপানি।গত ১৭ই জুন নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙ্গাপানিতে ঘটে গেছিল ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মেরেছিল একটি মালগাড়ি। ওই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ছাড়িয়েছিল একশোর উপরে। প্রিয়জনদের হারিয়ে কান্নার রোল দেখেছিল দেশবাসী। এবার আবার রেল দুর্ঘটনা রাঙ্গাপানিতে। এবার লাইনচ্যুত হল একটি তেল বোঝাই কনটেনার মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের এর কাছে রাঙ্গাপানিতে এই দুর্ঘটনা ঘটে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা বিকট আওয়াজ শোনেন তারা, তারপরেই ছুটে গিয়ে দেখেন রাঙ্গাপানি অয়েল ডিপোর দিকে যাওয়া একটি তেলের ট্যাঙ্কার বহনকারী মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। নিমেষের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে জিআরপি এবং আর পি এফ। ঘিরে ফেলা হয় ওই এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে রাঙ্গাপানি স্টেশনের কাছেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালের আবার এই রেল দুর্ঘটনা আরও আতঙ্কিত করেছে তাদের। রেলে যাওয়া টাই এখন আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে আমজনতার কাছে। মঙ্গলবার সকালেও রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে ঝাড়খন্ডে। হাওড়া মুম্বাই এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় দুজনের মৃত্যু এবং কুড়িজন আহত হওয়ার খবর মিলেছে। গত মাসেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং চন্ডিগড় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রেলের সেফটি এবং সিকিউরিটি নিয়ে উঠছে প্রশ্ন। কেন বারবার লাইনচ্যুত হচ্ছে ট্রেন? কেনই বা ঘটছে বারবার রেল দুর্ঘটনা? জবাব নেই কারো কাছেই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments