Saturday, July 27, 2024
HomeBreakingপ্রতিবেশীর বাড়িতে ডিজে বাজানোর প্রতিবাদ

প্রতিবেশীর বাড়িতে ডিজে বাজানোর প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৪ এপ্রিল:উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষককে বেধরক মার।

ঘড়ির কাটায় তখন রাত্রি ১২টা।পাশের বাড়িতে চলছে উচ্চ সাউন্ডে ডিজের সাথে উদ্যম নাচ।সেই উচ্চ স্বরে চলা ডিজে বন্ধের আর্জি জানাতেই অনুষ্ঠান বাড়ির লোকেদের হাতে জোটে বেধরক মার।বর্তমানে প্রতিবাদী শিক্ষক শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে অধিক রাতে ডিজে চলার প্রতিবাদ করতে গিয়ে বেধরক মার খেতে হল এক শিক্ষককে। বর্তমানে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে বুধবার রাত্রে শিলিগুড়ির পঞ্চানন রোডে একটি অনুষ্ঠান বাড়িতে রাত বারোটার পরও ডিজে চলছিলো। সেই ডিজে বন্ধ করার অনুরোধ করতে যান এলাকারই শিক্ষক অভিজিৎ সরকার। সেইসময় অনুষ্ঠান বাড়ির লোকেরা তার উপর হামলা করে বলেই অভিযোগ। এরপর বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। সমস্ত ঘটনা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ সরকার ও তার পরিবার।তবে এত রাত্রে কিভাবে পুলিশ এবং প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উচ্চস্বরে ডিজে বাজছিল তা নিয়ে প্রশাসনের দিকেই আঙ্গুল তুলছেন অনেকেই। অপরদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments