নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ১১ এপ্রিল: শিলিগুড়ির
চম্পাশাড়ির একটি মোবাইলের দোকান থেকে শিলিগুড়ি জংশন এলাকায় একটি দামি মোবাইল ফোন ডেলিভারি করতে যাচ্ছিল ওই দোকানেরই এক কর্মী। কিন্তু প্রধান নগর এলাকায় অসাবধানতাবশত ওই কর্মীর স্কুটি থেকে ওই মোবাইল ফোনের প্যাকেটটি পড়ে যায়। ওই কর্মী দোকানে গিয়ে জানায় প্রধাননগর এলাকার একটি বাম্পারে গাড়ি ঝাঁকি লাগার পরেই স্কুটি থেকে ওই মোবাইল ফোনের প্যাকেটটি সম্ভবত পড়ে গিয়েছিল। প্রায় দেড় লক্ষ টাকা দামের ওই মোবাইল ফোনটি তার কাছ থেকে খোয়া যাওয়ায় বিপাকে পড়েছিলেন দোকানের কর্মী। বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছিলেন দোকানের মালিকও। মঙ্গলবার এই ঘটনা ঘটার পর যে পথ দিয়ে চম্পাশাড়ি থেকে জংশন পর্যন্ত ওই কর্মী মোবাইল নিয়ে গিয়েছিলেন ওই এলাকায় অনেক খোঁজাখুঁজি করেন দোকানের মালিকসহ দোকানের কর্মীরা। কিন্তু খোঁজ মেলেনি প্রায় দেড় লক্ষ টাকা দামের খোয়া যাওয়া ওই মোবাইল ফোনের। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার দারস্ত হন দোকানের মালিক। দামি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর এই ঘটনার তদন্তভার আইসি প্রধাননগরের তরফে দেওয়া হয় প্রধান নগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশকে। অভিযোগ পাওয়ার পর চম্পাশাড়ি থেকে জংশন সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রধান নগর থানার পুলিশ। এরপর ধীরে ধীরে তদন্তে অগ্রসর হয় প্রধান নগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে মিলে গেল সাফল্য। বুধবার রাত এগারোটা নাগাদ সেই খোয়া যাওয়া প্রায় দেড় লক্ষ টাকা দামের একটি ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোনটি উদ্ধার করতে সমর্থ হয় প্রধান নগর থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় সেই মোবাইল দোকানের মালিককে এবং কর্মীকে। মোবাইল উদ্ধারের খবর পেয়ে চিন্তা মুক্ত হন ওই কর্মী এবং দোকানের মালিক। রাতেই তারা ছুটে যান প্রধান নগর থানায়। আইন মেনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ ওই দোকানের মালিক এবং কর্মীর হাতে খোয়া যাওয়া বহু মূল্যের মোবাইল ফোনটি তুলে দেন। পুলিশের এই ভূমিকায় খুশি মোবাইল দোকানের কর্মী এবং মোবাইল দোকানের মালিক দুজনেই। অপরদিকে যিনি এই মোবাইলটি অর্ডার দিয়েছিলেন তিনিও ফিরে পেলেন স্বস্তি।
ওই যে কথায় আছে না, পুলিশ চাইলে কি না পারে, হ্যাঁ, এমনটাই করে দেখালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা।