নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি ৫ এপ্রিল:মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীন শিলিগুড়িতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। একের পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি শহরে। কার্যত অস্ত্রের ভান্ডারে পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বেশিরভাগ থানা এলাকা থেকে লাগাতার উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। পুলিশের অভিযানে লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং কার্তুজ উদ্ধারের পর একটা বিষয় পরিস্কার অস্ত্রের ডেরায় পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মাটিগাড়া থানা এলাকায় এই ঘটনায় গ্রেফতার এক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ গতকাল রাতে শিব মন্দির রেলগেট এলাকা থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে। অভিযুক্ত যুবকের নাম প্রসন্ন বাগচী। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্টুজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালায় মাটিগারা থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। ধৃত যুবক কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এবং সে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কোথা থেকে পেয়েছিল তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।