Thursday, March 27, 2025
HomeBreakingএই মহিলাটিকে পাওয়া গেল, কিছুই বলতে পারছে না তিনি

এই মহিলাটিকে পাওয়া গেল, কিছুই বলতে পারছে না তিনি

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ২৩ শে মার্চ: পরনে লাল রঙের পোশাক। তার ওপর একটি জিন্স রঙের শীত বস্ত্র। ঘাড়ে একটি সাইড ব্যাগ। সিঁথিতে সিঁদুর। কখনো হিন্দিতে কথা বলছেন কখনো নেপালিতে। কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে।

মনে করা হচ্ছে দিক ভুলে চলে এসেছেন শিলিগুড়িতে। আজ সকাল থেকে শিলিগুড়ির ফুলবাড়ীতে ঘুরে বেড়াচ্ছিল এই অজ্ঞাত পরিচয় মহিলা।। সেই মহিলাকে ঘিরেই এলাকাবাসীদের মধ্যে কৌতহল সৃষ্টি হয়। এলাকাবাসীরা জড়ো হতে থাকে কিন্তু কেউ চিনতে পারছে না তাকে।
মহিলাদের চেহারার বর্ণনা, মহিলাটি ফর্সা সুন্দরী ও স্বাস্থ্যবান। স্থানীয়দের ধারণা মহিলাটি নেপালি সম্প্রদায়ের হতে পারে।

মহিলাকে বারবার জিজ্ঞাসা করা হয় তার নাম এবং ঠিকানা,কিন্তু কোন উত্তর দিচ্ছেন না তিনি।
শেষে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত পুলিশকর্মীরা এসে সেই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে এই মহিলা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার হেফাজতে রয়েছে।
যদি কেউ চিনতে পারেন তাহলে পরিবারকে খবর দিন। আজ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক আমাই দীঘী এলাকায় এই মহিলাকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তারপরেই তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যখন পরিচয় পারছিলেন না তারপরেই কে পুলিশকে খবর দেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments