Tuesday, January 14, 2025
HomeBreakingশিলিগুড়িতে বালিমাফিয়া রাজ।

শিলিগুড়িতে বালিমাফিয়া রাজ।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ১ আগস্ট:গ্রীন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী বর্ষার তিন মাস নদী থেকে বালি পাথর তোলা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। তারপরেও শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় দিনে রাতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বালি বোঝাই ডাম্পার। ইতিমধ্যেই অবৈধ বালি পাচার রুখতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। বালি পাথর মাফিয়াদের দাপট বন্ধে তৎপর পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার দুপুরে মাটিগাড়া ফুলবাড়ি সংলগ্ন পতন ব্রিজ থেকে একটি বালু বোঝাই ট্রাক আটক করে পুলিশ। গাড়ির চালক কোন বৈধ কাগজ দেখাতে না পারায় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। আটক করা হয় ওই ট্রাক। ধৃত ব্যক্তির নাম বীরবাহাদুর রাই বলে জানা গিয়েছে। অন্যদিকে বুধবার সন্ধ্যা নাগাদ মাটিগাড়া থানার পুলিশের কাছে খবর আসে মাটিগাড়া সংলগ্ন বানিয়াখারি ঘাট থেকে অবৈধভাবে বালু পাথর তোলা হচ্ছে। সেই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে একটি বালু বোঝাই ডাম্পার আটক করা হয়। যদিও সেই ডাম্পার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সেই ডাম্পারটিকে আটক করে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ডাম্পারের চালক এবং মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments