নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ২ এপ্রিল: টার্গেট দার্জিলিং লোকসভা আসনটি দখল করা।দীর্ঘদিন ধরে দার্জিলিঙ লোকসভা আসন দখলে রেখেছে বিজেপি। এবার তৃণমূলের টার্গেট দার্জিলিং দখল। বর্তমান দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। পাপিয়া দেবী দায়িত্ব গ্রহণ করার পর থেকেই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে এসেছে তৃণমূলের। পাশাপাশি সংগঠন এখন অনেকটাই চাঙ্গা। এবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের টার্গেট দার্জিলিংয়ে জোড়া ফুল ফোটানো।
ইতিমধ্যেই সেই লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল। এবার তৃণমূল কংগ্রেস দার্জিলিং আসনে প্রার্থী করেছে সরল সাদাসিধে প্রাক্তন সরকারি আমলা গোপাল লামাকে। সকাল থেকে রাত চলছে নির্বাচনী প্রচার।
মঙ্গলবার দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মীসভায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। মঙ্গলবার কর্মীসভায় যোগদিয়ে নিজের বক্তব্যের মধ্যেদিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্যী। পাশাপাশি তিনি জানান, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন বলে তারা একশো শতাংশ আশাবাদী। কর্মীসভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। আজ তৃণমূল মহিলা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। গৌতম দেব এবং পাপিয়া ঘোষও এবার দার্জিলিং আসনটি তৃণমূলের দখলে আসবে বলে আশাবাদী।