নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২ আগস্ট:এ যেন সিনেমার শুটিং।
দৃশ্য দেখে চমকে গেল সবাই।
ঠিক ফিল্মি কায়দায়
সাত সকালে আচমকাই মর্নিং স্কুল গুলিতে ভিজিট করলেন বিডিও।
স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে পঠন পাঠন, বিভিন্ন ক্ষেত্রে অভিভাবকদের অভিযোগ শোনা যায় প্রায়শই। অনেক ক্ষেত্রে অভিযোগ আসে সময়মতো স্কুলেও আসেন না শিক্ষক শিক্ষিকারা।
আর সেই অভিযোগের ভিত্তিতেই লাগাতার সারপ্রাইজ ভিজিট চালিয়ে যাচ্ছেন বিডিও সাহেব।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের এই বিডিওর কর্মকাণ্ড সব সময়ই সোশ্যাল মিডিয়াতে থাকে ভাইরাল। আজও ফিল্মি কায়দায় তিনি ঢুকে পড়লেন সারপ্রাইজ ভিজিটে একাধিক স্কুলে। আচমকা স্কুলে ঢুকে সবকিছু খতিয়ে দেখলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
শুক্রবার সকাল ন’টা নাগাদ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের গেট বাজার সংলগ্ন ৩৩ নম্বর ওয়ার্ডের নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি হাই স্কুল, এবং লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি হাই স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন বিডিও প্রশান্ত বর্মন।
এইবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,মিড ডে মিল থেকে পঠন পাঠন এবং অনেক ক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেরিতে স্কুলে প্রবেশ করেন এরকম অনেক অভিযোগ শোনা যায় অভিভাবকদের থেকে। সেই অভিযোগ সত্যি কিনা তা সরজমিনে খতিয়ে দেখতেই লাগাতার ভাবে রাজগঞ্জ ব্লকের প্রায় সবকটি স্কুলে সারপ্রাইজ ভিজিট ধারাবাহিক ভাবে চলছে। আগামীতেও এই ভিজিট চলবে বলে জানান বিডিও। বিডিওর এই কর্মকাণ্ডে খুশি অভিভাবক থেকে স্কুল ছাত্রছাত্রীরা।