নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৪ ডিসেম্বর:ভিন রাজ্যের বাসের দাদাগিরি চলছে শিলিগুড়ি শহরে।
ভিন রাজ্যের বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে কেবলমাত্র যাত্রী তোলাই নয়, ঘন্টার পর ঘন্টা ভিন রাজ্যের ওই বাস রাস্তায় দাঁড় করিয়ে রেখে মালপত্র তোলাও চলছে বুক ফুলিয়ে।
দীর্ঘদিন ধরে শিলিগুড়ি শহরের হিলকাট রোডে এবং নবনির্মীয়মান
চার লেন রাস্তার এক পাশে চলছে এই অরাজকতা।
ভিন রাজ্যের এই বাসের দাপট রুখতে এবার ময়দানে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।
রাস্তায় বাস দার করিয়ে অবৈধ মালপত্র ওঠানো নামানোল বিরুদ্ধে এবার – জংশন ট্রাফিক গার্ডের কড়া অভিযান।
ওই সমস্ত বাসে তোলার জন্য
রাস্তায় রাখা মালপত্র বাজেয়াপ্ত করে বাসগুলিকে জরিমানা করলো শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। কাটা হল চালান।
শহরে একদিকে যখন চার লেনের রাস্তা নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে, ঠিক তখনই চম্পাসাড়ি সংলগ্ন সার্ভিস রোডে বহিরাজ্যের বাস দাঁড় করিয়ে অবৈধভাবে মালপত্র লোড ও আনলোড করার ঘটনা ক্রমশ বাড়ছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার ময়দানে জংশন ট্রাফিক গার্ড।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন
ট্রাফিক গার্ডের দল অভিযানে নেমে সার্ভিস রোডে অবৈধভাবে দাঁড়ানো বাসগুলির ওপর থেকে মালপত্র বাজেয়াপ্ত করে এবং সংশ্লিষ্ট বাসগুলির বিরুদ্ধে চালান করে। পুলিশ কর্তারা জানিয়েছেন,সার্ভিস রোডে এ ধরনের কার্যকলাপ রাস্তার নিরাপত্তা ও শহরের যানবাহন চলাচল— দু’দিকেই গুরুতর সমস্যা তৈরি করে।
জংশন ট্রাফিক গার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে কোনও বাসকে সার্ভিস রোডের ধারে দাঁড় করিয়ে মাল ওঠানামা করতে দেখা গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাস মালিক ও ট্রান্সপোর্ট গুলিকে কড়া সতর্কবার্তা দিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান লাগাতার চলবে বলে জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে।
