নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩ ডিসেম্বর:দেখুন বাংলার পরিস্থিতি।
এবার পুলিশকেই হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা!
স্পেশাল অপারেশন গ্রুপের এক পুলিশ কর্তাকে হুমকি!
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীকে হুমকি দুষ্কৃতিদের।
মোবাইলে ফোন করে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালাগালির ঘটনা।
গোটা ঘটনায় চিন্তায় পড়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
পুলিশকে হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে উত্তরপ্রদেশের স্কুল শিক্ষক সহ মোট ২ অভিযুক্তকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।
গত আগস্ট মাসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের এক সাব ইন্সপেক্টরের কাছে একটি হুমকির ফোন আসে। যেখানে তাকে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আগস্টের ১৯ তারিখ এই বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পুলিশ কর্তা। সেই অভিযোগের ভিত্তিতে ,ঐ ফোন নাম্বার ট্র্যাক করে পুলিশ জানতে পারে উত্তর প্রদেশের মৌ জেলার এক ব্যক্তির নামে রয়েছে সেই নাম্বারটি। এরপর আগষ্ট মাসেই মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ উওর প্রদেশে পৌঁছয়। তবে ওই ব্যক্তি বাড়ি থেকে পলাতক ছিল। অবশেষে মাটিগাড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি। ধৃতের নাম মদন মোহন সিং সে পেশায় স্কুল শিক্ষক । ধৃতকে জেরা করে অপর এক ব্যক্তির নাম পায় পুলিশ। এরপর শিলিগুড়ির মাটিগাড়া থানা অন্তর্গত কদমতলা চিড়িয়া মোড়ের হেমন্ত কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, হেমন্ত কুমার উওর প্রদেশের ওই ব্যক্তিকে দিয়ে হুমকি পূর্ণ ফোন করিয়েছিলেন। আজ ধৃত ২ জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
