নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩১ জুলাই:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন আগে বলেছিলেন পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষের সাথে আরও বেশি করে জনসংযোগ স্থাপন করতে হবে। পুলিশকে হতে হবে বন্ধু।আর মুখ্যমন্ত্রীর এই বার্তার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে শুরু হয় *উৎসর্গ* রক্তদান শিবির। তৎকালীন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শরমার আমলে শুরু হয় এই উৎসর্গ নামের রক্তদান শিবির। নিয়ম করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাতেই রক্তদান শিবিরের আয়োজন শুরু করে পুলিশ। উৎসর্গ নামে ওই রক্তদান শিবিরে কেবলমাত্র পুলিশ কর্মীরাই নয়, তাদের পরিবারের লোকজনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং এলাকার লোকজন ও রক্তদানে এগিয়ে আসে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রতিটি থানায় উৎসর্গ রক্তদান শিবির অব্যাহত রেখেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারের প্রতিটি থানার পুলিশ কর্মীরা। বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানাতে আয়োজিত হলো উৎসর্গ রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার , ডেপুটি পুলিশ কমিশনের সহ উচ্চপদস্থ পুলিশ কর্মীরা। কেবলমাত্র পুলিশ কর্মীরাই নয়, পুলিশ পরিবারের সদস্য থেকে শুরু করে প্রধান নগর থানা এলাকার স্থানীয় বাসিন্দারাও এই শিবিরে রক্তদানে এগিয়ে আসেন। এই রক্তদান শিবির থেকে সংগ্রহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এমন রক্তদান শিবির প্রতিটি থানাতেই চলতে থাকবে বলেই জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। “মানুষের সাথে মানুষের পাশে” এই বার্তা নিয়েই এগিয়ে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বলেই জানান তিনি।