নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৪ নভেম্বর: ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) নাম করে শিলিগুড়ি শহরে ঘুরে বেড়াচ্ছিল তিনজন। একটি ছোট চার চাকার গাড়ি করে ঘুরছিল এই তিন অফিসার। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এই তিনজনই ছিল ভুয়ো।
National Investigation Agencyর নাম করে
তদন্ত করতে গিয়ে এবং এক ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতেই গ্রেফতার তিন ভুয়ো National Investigation Agencyর অফিসার।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাদেরকে শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।তিনজনের মধ্যে দুজনের বাড়ি বিহার একজনের বাড়ি শিলিগুড়ি।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম এশান আহমেদ, রেহান বাবর এবং মানিক রায়।
ধৃতদের মধ্যে এশান এবং রেহান বিহার সংলগ্ন পান্জিপাড়ার বাসিন্দা। অপর ধৃত মানিক রায় শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে একটি i20 গাড়ি এবং স্কুটি। পাশাপাশি তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছয়টি মোবাইল ফোন, নানান রকম নকল নথি এবং ১৩০০০ টাকা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার মেডিকেল মোড়ের বাসিন্দা রাহুল ঘোষের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ। রাহুল ঘোষ কে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির পরিচয় দিয়ে ভয় দেখিয়ে এক লক্ষ টাকা আদায় করেছিল ওই তিন ভুয়ো ন্যাশনাল ইনভেস্টিগেশন অফিসার।
ধৃত তিনজনকে রবিবার শিলিগুড়ি আদালতে পাঠায় মাটিগাড়া থানার পুলিশ। ধৃত তিনজন এর সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত চালাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ। ধৃতরা কতদিন ধরে এনআইএ পরিচয় দিয়ে শহরে ঘুরছিল এবং কি কি অপরাধ সংগঠিত করেছে তার তদন্ত শুরু করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
