নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৬ ডিসেম্বর:বাড়ি মুর্শিদাবাদে।নাম জরিফ শেখ।ছদ্দবেশী।
হ্যাঁ, পাটি বিক্রেতার ছদ্মবেশে গাঁজা পাচার করতো জরিফ।
আপনি দেখলে চমকে যাবেন এই জরিফের কীর্তি।
১৫ থেকে কুড়িটি পাটি সুন্দর করে কেটে মাঝখানে চেম্বার তৈরি করে সেখানে গাজার প্যাকেট রেখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের ছক করেছিল।
কিন্তু ওই যে উপরওয়ালা আছে।
উপরওয়ালার কাছে খবর চলে গেছিল।
আর জরিফকে ধরে ফেলল এন্টি ক্রাইম উইং।
পাটির ভেতর থেকে উদ্ধার হল 10 কেজির গাঁজা।
মুর্শিদাবাদের এই যুবক উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচার করত দক্ষিণবঙ্গে।
শিলিগুড়ি জংশন এলাকায় গাঁজা পাচার রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ। গোপন সূত্রে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশের কাছে খবর আসে, এক ব্যক্তি বাসে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। পাটি বিক্রেতার ছদ্মবেশে রয়েছে সে। পাটির বান্ডিলের ভেতরে চেম্বার তৈরি করে গাঁজা নিয়ে যাচ্ছে ওই যুবক এমন খবরই এসেছিল পুলিশের কাছে। সেই গোপন সূত্রের খবর মোতাবেক প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় তল্লাশি চালায় এবং ঐ যুবককে আটক করা হয়। তাকে আটক করে তার সঙ্গে থাকা একটি পাটির বান্ডিল খোলা হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বহু পরিমাণে গাজা। অভিনব কায়দায় পাটি বিক্রেতার ছদ্মবেশে পাটির ভেতরে পাচার করা হচ্ছিল গাজা। প্রধান নগর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্ত মুর্শিদাবাদের বাসিন্দা। নাম জরিফ শেখ। তাকে মাদক মামলায় গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃত এই মাদক কোথা থেকে সংগ্রহ করেছিল এবং মুর্শিদাবাদে কাকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।
