নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৩ আগস্ট: শিলিগুড়ির হকার্স কর্নারের একটি জামা কাপড়ের দোকানের সামনের রাখা বস্তা বন্দী করা জামা কাপড় চুরি যায় শুক্রবার রাতে। এই চুরির ঘটনার পর বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে শুক্রবার রাতেই ওই জামাকাপড় চুড়ির কান্ডের তদন্তে সাফল্য পায় শিলিগুড়ি থানার প্লেন ক্লথস পার্টির পুলিশ। শিলিগুড়ির বর্ধমান রোডের নির্মীয়মান ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার হয় ওই দোকানের সামনে থেকে চুরি যাওয়া জামাকাপড়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, কাপড়ের দোকান থেকে চুরি যাওয়া ওই বস্তায় ৩৩ টি জ্যাকেট এবং তিনটি শার্ট ছিল। শিলিগুড়ি থানার পুলিশ চুরি যাওয়া ওই জামাকাপড় উদ্ধার করতে সক্ষম হয় এবং এই ঘটনায় জয়ন্ত রায়, বাপ্পা মান্না এবং মহম্মদ জাবেদকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে জয়ন্ত রায়ের বাড়ি ফুলেস্বরী রেলগেট এলাকায়, এবং বাপ্পা মান্না ও মোহাম্মদ জাবেদ এর বাড়ি শিলিগুড়ির কয়লা ডিপো এলাকায়। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে, পাশাপাশি উদ্ধার হওয়া জামাকাপড় আইন অনুযায়ী হকার্স কর্নারের ওই দোকানীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে শিলিগুড়ি থানার পুলিশ।