Tuesday, December 2, 2025
Homeরাজ্যমায়ের সামনেই সন্তান ট্রাকের তলায়

মায়ের সামনেই সন্তান ট্রাকের তলায়

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ২ ডিসেম্বর:মায়ের সামনেই মৃত্যু হয়েছে ছোট্ট সন্তানের।
চোখের সামনে নিজের সন্তানকে ওই অবস্থায় দেখতে হয়েছে মাকে।
মায়ের স্কুটি থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ছোট্ট ওই শিশুর।
একটি মোটর বাইকের ধাক্কা লাগায় শিশুটি পড়ে যায় পথে, আর তারপর ট্রাকের চাকা পিষে দেয় ওই শিশুকে।

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে গত দুদিন আগে এক মর্মান্তিক দূর্ঘটনায় ৮ বছরের এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে।
গোটা ঘটনায় বাক হারায় শহর।
এই ঘটনার পর আজ শোকস্তব্ধ অরবিন্দপল্লীর যাদব পরিবারকে সমবেদনা জানাতে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সেই শিশুটির বাড়ি যান।একই সাথে ওই পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।শিশুটির মায়ের সঙ্গে পুরো দূর্ঘটনার বিবরণ শোনার পর ইস্টার্ন বাইপাসের ট্রাফিক ব‍্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এর সমাধান করা হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে যাতায়াতের সময় জনসাধারণকেও সচেতন হবার পরামর্শ দেন। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে অনেক স্থানে এখনো পথভাতী লাগানো হয়নি, তিনি বাকি পথে পথ বাতি লাগাবার কথাও জানান। সাধারণ মানুষের কাছে মেয়র অনুরোধ করেন ডিভাইডার গুলো দিয়েই পথ পারাপার হবার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments