Friday, December 12, 2025
Homeরাজ্যমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন নকশালবাড়িতে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন নকশালবাড়িতে

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ১২ ডিসেম্বর:গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়নের দিক থেকে নতুন অধ্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন, ভার্চুয়ালী সভায় যোগ দিলেন মেয়র, সভাধিপতি, জেলাশাসকরা।

গ্রামীণ এলাকায় এবার হবে উন্নয়ন। আশায় বুক বাঁধছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরের খোলা মঞ্চে মুখ্যমন্ত্রী ২০ হাজার পথশ্রী এবং কয়েক কিলোমিটার রাস্তাশ্রী প্রকল্পের শিলান্যাস করেন। যার মধ্যে নকশাবাড়ি, ফাঁসিদেওয়া সহ বিভিন্ন এলাকার রাস্তাও সংযুক্ত রয়েছে। আজ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি বাজারে একটি সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং জেলার জেলাশাসক সহ আরও অনেকেই। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালী আজ নকশালবাড়ির পথশ্রী প্রকল্পের কাজের শুভ সূচনা করেন।

 

এই উন্নয়ন প্রকল্প নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, গ্রাম এবং শহরের পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এখন সবজায়গাতেই এই কাজ হবে। গ্রামীণ মহকুমা পরিষদ এলাকায় 50কিলোমিটার রাস্তা হচ্ছে। তার মধ্যে নকশাবাড়িতে 2টো রাস্তা। আজ থেকেই শুরু হল কাজ। 13টির মতো রাস্তা ফাঁসিদেওয়া ব্লকে আছে এবং অন্যান্য জায়গায় আরও রাস্তা হবে। শহরেও অনেকগুলো রাস্তা আছে, যেগুলো উদ্বোধনের কাজ শুরু হবে। গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে 2011 সালের পর থেকে এখনও পর্যন্ত অভূতপূর্ব উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে। আজকে চতুর্থ পর্বের কাজ শুরু হল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই দুটো দপ্তরের যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় ‌কাজ করবে। কোচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দার্জিলিং সর্বত্র এই পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের কাজ শুরু হবে। সেই উদ্বোধনে ভার্চুয়ালু অংশ নিলেন। এরপর নিজের নিজের এড়িয়া থেকে কাজগুলোর শুভ আরম্ভ হবে এমনটাই আশ্বাস দিয়েছেন গৌতম দেব।

 

একই দাবি জেলাশাসকেরও। সারা রাজ্যে 20হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে। মহকুমা পরিষদে প্রায় 20কোটি টাকা আর রাজ্যে 14হাজার কোটি টাকার রাস্তা হবে।

 

পথশ্রী প্রকল্প মূলত গ্রামীণ এলাকার রাস্তার উন্নয়ন এবং পথপ্রদর্শনকে সুগম করতে শুরু হয়েছে। এটি গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষি পণ্য পরিবহন এবং শিক্ষা ও চিকিৎসা সুবিধা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে। রাস্তাশ্রী প্রকল্প শহরাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ পথের উন্নয়নে নজর দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা একে অপরের সঙ্গে আরও সহজে সংযুক্ত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। “রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি গ্রামের মানুষ যাতে সহজ, নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা পায়। এই প্রকল্প সেই লক্ষ্যের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

যার মধ্যে গ্রামীণ এলাকায় ৮০৮ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ। শহরাঞ্চলের ১৬৭ কিলোমিটার শহর সংযোগ রাস্তায় উন্নয়ন। এছাড়া ২০ হাজার পথশ্রী স্থাপন করা হবে। রাস্তাশ্রীতে মোট ৩০ কিলোমিটার গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তায় কাজ শুরু হবে।

 

প্রকল্প বাস্তবায়নের সময় নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ এবং সময়মতো সম্পন্ন করার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প জেলার অর্থনীতি, কৃষি পরিবহন এবং পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments