নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ৮ ডিসেম্বর:পাহাড়ের খাদে পড়ে গেল গাড়ি।
সারারাত খাদেই পড়ে থাকলো গাড়ি।
গাড়িতে ছিলেন চারজন।
গাড়িতেই মৃত্যু হল তিনজনের।
দুর্ঘটনা রাতে হলেও দুর্ঘটনার দৃশ্য লোকে দেখেন আজ সকালে।
সারারাত পাহাড়ের অন্ধকারের খাদে পড়ে থাকল গাড়ি এবং গাড়িতে থাকা সবাই।
ভয়াবহ পথ দুর্ঘটনা দার্জিলিং জেলায়।
কার্শিয়ংয়ের সিটংয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের৷
স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে খাদে পড়ে যায় একটি গাড়ি৷
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঐ গাড়ি চালক৷
রবিবার রাতে গাড়িটি খাদে পড়ে গেলেও আদ সকালেই দুর্ঘটনার কথা জানতে পারেন স্থানীয়রা৷ কারণ, রাতে শুনাশান ঐ পাহাড়ি এলাকায় গাড়িটি যে খাদে পড়ে গিয়েছে তা জানতেই পারেননি কেউ৷ আজ সকালে স্থানীয়রা গাড়িটিকে খাদে পড়ে থাকতে দেখার পড়েই শুরু হয় উদ্ধারকাজ৷ তারাই খবর দেন কার্শিয়াং পুলিশকে। ছুটে আসে পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় প্রত্যেককে। পাহাড়ের খাদ থেকে তোলা হয়েছে গাড়িটি।
জানা গিয়েছে এই দুর্ঘটনায় মৃত তিনজনের নাম বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ এবং রমেশ গুরুং৷ মৃত বিগেন ভুজেল স্থানীয় পঞ্চায়েত সদস্য৷ তিনি বিজিপিএম দলের সদস্য ছিলেন। বাকিরা তার বন্ধুবান্ধব।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কার্শিয়াং এ। রাতে পাহাড়ি রাস্তা কতটা ভয়ংকর তার আবার প্রমাণ মিলল।
