Wednesday, January 14, 2026
Homeরাজ্যওয়েডিং ফটোগ্রাফাররা সাবধান

ওয়েডিং ফটোগ্রাফাররা সাবধান

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৬ ডিসেম্বর:আপনি কি ওয়েডিং ফটোগ্রাফি করেন?
আপনি কি ছবি তুলতে ভালোবাসেন?
তাহলে হয়ে যান সাবধান।
আপনার একটু অন্যমনস্কতার সুযোগকে কাজে লাগিয়ে আপনার ক্যামেরাসহ সমস্ত কিছু হয়ে যেতে পারে চুরি।

টাকা-পয়সা কিংবা সোনা রূপো নয়, এবারে চোরের নজর পড়ল ক্যামেরার উপর। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। ৪ লাখ টাকার ক্যামেরা চুরি করে নিয়ে গেল ঠিকই, কিন্তু কয়েকঘণ্টার মধ্যেই পুলিশ খপাত করে ধরল চোরকে।

 

দামী ক্যামেরা চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। ধৃতদের নাম পিতম্বর লোহার, বিকাশ মুন্ডা এবং সুরাজ ওরাও। প্রত্যেকের বাড়িই জলপাইগুড়ির রায়পুর চা-বাগানে।

 

দীপক গুপ্তা নামে এক ব্যক্তি। তিনি একজন ভিডিও গ্রাফার পাশাপাশি ফটোগ্রাফারও। অসম থেকে শিলিগুড়িতে এসেছিলেন কাজের সূত্রে। শিলিগুড়ির চম্পাসারিতে এক আত্মীয়ের বৌভাতের ফটোগ্রাফি করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। কিন্তু কাজ করতে করতে বিয়েবাড়িতে একটু অন্যমনস্ক হতেই দেখেন তার ক্যামেরা উধাও। এরপর বিয়েবাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়। সেখানেই ধৃতদের চিহ্নিত করে দীপক গুপ্তা এবং তার পরিবারের লোকজনেরা। এরপর প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন দীপক গুপ্তা। তার করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে শিলিগুড়ির এসএফ রোডের একটি ইভেন্ট থেকে গ্রেফতার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে মূল্যবান ওই ক্যামেরাটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়। তারা মূলত বিয়েবাড়িতে ওয়েটারের কাজ করে। পুলিশি জিজ্ঞাসাবাদে, চম্পাসারির বৌভাতের অনুষ্ঠানেও ওয়েটারের কাজে গিয়ে ক্যামেরা চুরি করে নেয় বলে স্বীকার করে অভিযুক্তরা। জানা গিয়েছে, ক্যামেরাটির বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments