নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৫ ডিসেম্বর:উত্তরবঙ্গকে ভালোবাসেন তিনি।
বারবার সেই কারণেই উত্তরবঙ্গে ছুটে আসেন মুখ্যমন্ত্রী।
এর আগে এতবার উত্তরবঙ্গে রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এসেছেন এমনটা হয়নি।
বছরে কমপক্ষে ১১ থেকে ১২ বার উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এই উত্তরবঙ্গ সফরকে নানানভাবে কটাক্ষ করে বিরোধী দলগুলি।
বিজেপির নেতারা বলে থাকেন কলকাতায় চাপ বাড়লে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ঘুরতে যান।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর নিয়ে সবসময় কটাক্ষের সুর থাকে বিরোধীদের গলায়।
তবে উত্তরবঙ্গে এলেই উপহারের ডালি নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরের প্রাকৃতিক বিপর্যয়, উত্তরে সরকারি সহায়তা প্রদান প্রায় প্রতিমাসেই একবার উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী।
ঠিক তেমনি আবারও উত্তরবঙ্গে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৯ই ডিসেম্বর আবার উত্তরবঙ্গের কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর তিনি আট তারিখ কোচবিহার পৌঁছবেন এবং ৯ তারিখ কোচবিহারে সভা করবেন।
আর এই কারণেই কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে রাসমেলা ময়দান পরিদর্শনে আসেন কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা।
তিনি ময়দানের বিভিন্ন প্রবেশ ও প্রস্থান পথ, নিরাপত্তা বেষ্টনী, জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ গোটা মাঠের নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও। মাঠ পরিদর্শনের পর কোচবিহারের পুলিশ সুপার জানান, মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই বিশেষ নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। সভা চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ, গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার—সব দিকেই নজর রাখছে জেলা পুলিশ প্রশাসন।
এদিকে, মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন কে এল ও চিফ জীবন সিংহ। মাঝে মাঝেই আজকাল সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন তিনি। বিস্ফোরক বক্তব্য রাখছেন।
তবে জীবন সিংহের মতো বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের বক্তব্যকে আমল দিতে রাজি নয় রাজ্যের শাসক দলের নেতারা।
উত্তরবঙ্গের তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় বলেছেন, রাজ্যের উন্নয়ন এবং উত্তরবঙ্গের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না।। তিনি বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক মুখ্যমন্ত্রী যিনি প্রথম রাজবংশী এবং কামতাপুরী মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন।
তবে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরের আগে জীবন সিংহের বিস্ফোরক বক্তব্যের কারণে বহু গুণ বাড়ানো হচ্ছে কোচবিহার সফরকালীন মুখ্যমন্ত্রী নিরাপত্তা।
