নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ৮ ডিসেম্বর:ডুয়ার্সের বানারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
আগুনে পুড়ে গেল দোতলা বাড়ি।
সূত্রের খবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরনেই ছড়ায় আগুন।
আগুনে ভষ্মিভূত হয় একটি দোতলা বাড়ি।
ডুয়ার্সের বানারহাটের তরুণ সংঘের পাশের ক্লাব রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো রবিবার রাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাড়ির ভেতরে গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে। আর এই কারনেই
কাঠের দোতলা বাড়িটি নিমেষের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয়দের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বীরপাড়া থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আশপাশের বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে, পাশাপাশি তরুণ সংঘ ক্লাবটিও।এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ওই বাড়ির সমস্ত জিনিস। অপরদিকে এই অগ্নিকাণ্ডের
ঘটনার খবর পেয়ে ছুটে আসে বানারহাট থানার পুলিশো। তবে আগুন ঠিক কিভাবে লাগলো তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ।
