নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ৭ ডিসেম্বর:এই মহিলার কান্ড দেখুন।
পুরুষ বন্ধুকে খুঁজে এনে দিতে হবে সেই দাবিতে গাড়ির ছাদে উঠে পড়লেন মহিলা।
রাতের শহরে এক নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকলো সেবক রোডের পায়েল সিনেমা হল মোড়। ওই মহিলা তার পুরুষ বন্ধুকে খুঁজে আনার দাবিতে রাস্তায় হুলুস্থুল কান্ড বাঁধিয়ে দেন। কখনো মাঝ রাস্তায় বসে পড়েন তিনি, কখনো আবার ছুটে গিয়ে ধমকাতে থাকেন পথচারীদের। একসময় তাকে একটি সাদা ছোট চারচাকা গাড়ির উপরেও উঠে বসে থাকতে দেখা যায়। প্রায় ১ ঘন্টার বেশি জনবহুল রাস্তায় এমন অসংলগ্ন আচরণ করতে থাকেন তিনি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ঘটনার সময় আকণ্ঠ মদ্যপ অবস্থায় ছিলেন ওই যুবতী। বেলাগাম এই যুবতীকে দেখে মুহূর্তেই শতাধিক লোকের ভিড় জমে যায় ঘটনাস্থলে। চিৎকার করে ওই যুবতী নিজের বন্ধুকে খুঁজে আনার দাবি করতে থাকেন। তিনি জানান, আড়াই বছর থেকে তার সঙ্গে ওই যুবকের সম্পর্ক রয়েছে। ইদানিং সেই যুবক বিভিন্ন পার্ক ও বারে গিয়ে পয়সা ওড়াতে শুরু করেছে। এমনকি অন্যান্য মহিলাদের সঙ্গে ওই যুবকের সম্পর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ করতে থাকেন ঐ যুবতী।
ঘটনাস্থলে যে সাদা গাড়িটির কাঁচ ভাঙা অবস্থায় দেখা গিয়েছে। যুবতী নিজেই গাড়ির কাঁচ ভেঙেছেন বলে চিৎকার করতে থাকেন। এমন দৃশ্য দেখে অনেকেই ঘটনার মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ এসে ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেবক রোডের পায়েল মোড়ে।
মহিলার কান্ড দেখে অনেকেই বলেছেন বহিরাগতরা এসে শিলিগুড়ির পরিবেশ নষ্ট করছে।
