নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ৪ ডিসেম্বর:বং মিডিয়ার উজ্জ্বলের দাদাগিরি?
বং মিডিয়ার উজ্জ্বল বাড়ি ভাঙচুর চালালো?
উত্তরবঙ্গের সবার প্রিয় ইউটিউবার উজ্জ্বল সত্যি কি ছিনতাই করল?
নাকি বং মিডিয়ার উজ্জলের নামে কুৎসা রটানোর চেষ্টা?
কেন হঠাৎ সংবাদ শিরোনামে বং মিডিয়ার উজ্জ্বল?
উত্তরবঙ্গের লড়াকু ইউটিউবার বং মিডিয়ার উজ্জ্বল কেন বারবার বিতর্কের শিকার হচ্ছে?
বং মিডিয়ার উজ্জ্বলের সাথে এঞ্জেল প্রিয়ার সম্পর্ক নিয়ে এর আগে ভয়ংকর বিতর্কের সৃষ্টি হয়েছিল। তোলপাড় হয়েছিল নেটপাড়া।
এরপর টলিউডের এক অভিনেতার সাথেও বং মিডিয়ার উজ্জলের বাকবিতণ্ডা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় উঠেছিল বিতর্কের ঝড়।
এবার বং মিডিয়ার উজ্জলের বিরুদ্ধে বাড়ি ভাংচুরের অভিযোগ কোচবিহারের
চিলকিরহাটে।
গতকাল বং মিডিয়ার উজ্জ্বলের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর এবং বাড়িতে ঢুকে ছিনতাইয়ের অভিযোগ করেন এক গৃহবধূ।
গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়া তোলপাড়।
সত্যি কি বারবার বং মিডিয়ার উজ্জ্বল ভুল করছেন?
নাকি উজ্জলের নামকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে কোন চক্র?
নতুন বিতর্কে সৃষ্টি গতকাল থেকে।
অভিযোগ, কোচবিহারের চিলকিরহাটে বং মিডিয়ার উজ্জল এর গাড়ি নিয়ে গিয়ে বেশ কয়েকজন একটি বাড়ি ভাঙচুর করে এবং বাড়ির জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যায়। এক গৃহবধূ অভিযোগ করেন তার বাড়ি ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে গেছে উজ্জ্বল এবং তার সাঙ্গোপাঙ্গরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বং মিডিয়ার উজ্জলের গাড়ি আটকে রাখে এবং তার দুই আত্মীয়কে আটকে রাখে বলেই অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। জনতার হাত থেকে দুজনকে উদ্ধার করে পুলিশ। এরপরেই এলাকায় ছুটে যায় উজ্জ্বল। চেষ্টা করে ড্যামেজ কন্ট্রোলের। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সাথে নিয়ে অভিযোগকারী ওই মহিলার পরিবারের সাথে আলোচনায় বসে বং মিডিয়ার উজ্জ্বল।
এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে একটি মিটমাট সভার পর এই অশান্তি মিটমাটের চেষ্টা হয়েছে এবং তারপর উজ্জ্বল এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং অভিযোগকারী দম্পতি বিষয়টি নিয়ে মুখ খুলছেন।
তবে অশান্তির কথা স্বীকার করেছেন বং মিডিয়ার উজ্জ্বল।
উজ্জ্বল এটাও স্বীকার করেছেন যে তার আত্মীয়রা তার গাড়ি নিয়ে গিয়ে অশান্তি করেছে। উজ্জ্বলের অভিযোগ তার স্ত্রী এঞ্জেল প্রিয়াকে নিয়ে কটুক্তি করেছিলেন ওই দম্পতি। তারই প্রতিবাদ করতে গিয়ে এই অশান্তির সৃষ্টি হয়েছে বলেই তার দাবি। উজ্জ্বল জানিয়েছেন এঞ্জেল প্রিয়ার দাদারা এই কান্ড ঘটিয়ে ফেলেছে। তবে বং মিডিয়া নির্দোষ বলেই দাবি উজ্জলের। ওই ভিডিওতে বাড়ি ভাঙচুরের কথাও স্বীকার করেছে উজ্জ্বল। তবে সে ঘটনাস্থলে ছিল না বলে জানিয়েছে। তবে যা হয়েছে সেটা অন্যায় বলেও জানিয়েছে বং মিডিয়ার উজ্জ্বল। উজ্জলের বক্তব্য তার অজান্তেই তার গাড়ি নিয়ে আত্মীয়-স্বজন এই অশান্তির ঘটনা ঘটিয়েছে। অভিযোগকারী ওই দম্পতি, পঞ্চায়েত সদস্য এবং উজ্জল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যাচ্ছে উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে বাড়ি ভাঙচুরের কথা আবারো বলেছেন ওই মহিলা, তবে ছিনতাইয়ের অভিযোগ তিনি আর তোলেননি। তবে অশান্তি যে হয়েছে এটা উজ্জ্বল এবং ওই দম্পতির কথাতে পরিষ্কার এবং সোশ্যাল মিডিয়ার ভিডিওতেও পরিষ্কার। কিন্তু কেন বারবার বং মিডিয়ার উজ্জ্বল বিতর্কে জড়াচ্ছে? লড়াকু ইউটিউবার উজ্জ্বল অনেক কষ্ট করে উত্তরবঙ্গের মানুষের সমর্থন পেয়ে আজ অনেক শীর্ষে উঠেছে। অনেকে বলছে উজ্জ্বল এখন সেই সমস্ত মানুষকেই নাকি ভুলতে বসেছে। কিন্তু বং মিডিয়ার উজ্জ্বল নরম সুরে আবার মানুষের কাছে হাতজোড় করে ক্ষমাপ্রার্থী হয়ে বলেছেন, তিনি এই ঘটনার সাথে যুক্ত নন, তবে তার আত্মীয়-স্বজন তার গাড়ি নিয়ে গিয়ে এই অশান্তি ঘটিয়েছে। তবে এই সমস্ত ঘটনাতে উত্তরবঙ্গের লড়াকু ইউটিউবার বং মিডিয়ার উজ্জলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। অনেকে বলছেন, উজ্জ্বল এখন নিজেকে অনেক বড় অভিনেতা মনে করছেন এবং সেই কারণেই মাঝে মাঝে এমন কাণ্ড ঘটিয়ে পরে ক্ষমা চাইছেন। আমরা উজ্জ্বলের লড়াইয়ের শুরুর থেকে ওকে দেখে এসেছি। তবে বর্তমান পরিস্থিতিতে উজ্জ্বলের এবং এঞ্জেল প্রিয়ার বেশ কিছু আচরণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না এটা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে। আমরা চাই উত্তরবঙ্গের লড়াকু ইউটিউবার উজ্জ্বল উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে চলুক এবং এমন বিতর্ক এড়িয়ে চলুক যাতে উজ্জলের ক্যারিয়ারে দাগ না লাগে। আগামীতে উজ্জ্বলকে এবং বং মিডিয়ার পুরো টিমকে খুব সতর্ক থাকতে হবে বলেই মনে করছেন উত্তরবঙ্গের উজ্জ্বল ও অ্যাঞ্জেল প্রিয়ার প্রিয় মানুষেরা।
