Monday, January 26, 2026
Homeরাজ্যশিলিগুড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের সামনে উদ্ধার যুবক

শিলিগুড়ি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের সামনে উদ্ধার যুবক

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি, ২ ডিসেম্বর:শিলিগুড়িতে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের।
মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন, বয়স ৩০।
ওই যুবকের বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায়।
গতকাল রাত একটা নাগাদ ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছে।
শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর টহলদারি ভ্যানের নজরে পড়ে ওই দেহ।
উড়ালপুল এর কাছে রাস্তার উপরে পড়েছিলেন ওই যুবক এবং পাশেই ছিল তার দুর্ঘটনা গ্রস্থ মটর বাইক।
এরপর দ্রুত পথের ওপর থেকে ওই যুবকের দেহ নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। তার কাছে থাকা মোবাইল এবং বিভিন্ন নথি দেখে তার পরিবারকে খবর দেয় শিলিগুড়ি থানার পুলিশ। খবর পেয়ে শিলিগুড়ি থানায় ছুটে আসে তার আত্মীয়-স্বজন পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা।
গতকাল একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সাদ্দাম।
রাত বারোটা নাগাদ ওই বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।
সেই সময় কিভাবে এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন।
সাদ্দাম হোসেনের একটি ছোট সন্তান রয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে গতকাল রাত থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গেই ছিল সাদ্দাম হোসেনের দেহ।
আজ দুপুরে সাদ্দাম হোসেনের দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য। তার আত্মীয় পরিজন এবং এলাকাবাসীদের বক্তব্য সে পুরোপুরি সুস্থ ছিল এই মৃত্যু রহস্যজনক। কিভাবে তার মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ল কিছুতেই বুঝে উঠতে পারছেন না তার আত্মীয়-স্বজন এবং এলাকার লোকজন। তবে স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার সময় তার মাথায় আঘাত লাগাতেই এই মৃত্যু।
ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments