Friday, December 12, 2025
Homeরাজ্যইস্টার্ন বাইপাসে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

ইস্টার্ন বাইপাসে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি ৭ ডিসেম্বর:আবার সড়ক দুর্ঘটনা ইস্টার্ন বাইপাসে।
প্রতিদিন শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।
পথে আলো না থাকাতেই এই ঘটনা বলেই দাবি স্থানীয়দের।
প্রতিবছর এই পথে প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে।
কিছুদিন আগেই ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে সড়ক দুর্ঘটনায় একটি ছোট্ট শিশুর মৃত্যু ঘটে। তার কিছুদিন আগে সড়ক পারাপারের সময় এক যুবককে ট্রাক পিছে দেয়। এভাবেই মাঝে মাঝে ঘুরছে দুর্ঘটনা প্রাণ যাচ্ছে আমজনতার। শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার ইস্টার্ন বাইপাস এখন মৃত্যুফাঁদ।
স্থানীয় বিধায়ক থেকে শুরু করে এসজেডিএ কারো তেমন নজর নেই এই পথে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের।
বছরখানেক আগে মুখ্যমন্ত্রী ইস্টার্ন বাইপাসে পথ আলোর শুভ সূচনা করেছিলেন। কয়েকটি পথবাতি লাগানোর পর ওই প্রকল্প মুখ খুবড়ে পড়ে রয়েছে। কোন হেলদোল নেই প্রশাসনের। ইস্টার্ন বাইপাসের ডিভাইডার ও যেন মৃত্যুফাঁদ। অন্ধকারে বোঝা যায় না ডিভাইডার। অনেক সময় ওই ডিভাইডার এর উপরে উঠে যাচ্ছে গাড়ির চাকা। গতকাল রাতে আবার পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে আসি ঘর মোড়ের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি পিকআপ ভ্যান। প্রাণে বাঁচলেন পথচারীরা। জানা গিয়েছে ইস্টার্ন বাইপাসে উল্টোদিকে যানবাহন প্রতিদিন চলাচল করে, কিন্তু বিষয়টিতে নজর নেই ট্রাফিক পুলিশের। কেবলমাত্র মোটরবাইক নয়, টোটো , চার চাকার গাড়ি পর্যন্ত উল্টো দিকে চলে বলেই অভিযোগ। গতকাল একটি টোটো উল্টো দিকে আসছিল, সেই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ রাখতে না পেরে পথেই উল্টে যায়। এই ঘটনায় চালক সামান্য আহত হয়েছেন তবে প্রাণ বেঁচেছে পথচারীদের। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে আসেন
স্থানীয়রা। তারাই চালককে উদ্ধার করেন। এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। দুর্ঘটনার কারণে ইস্টার্ন বাইপাসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যান চলাচল একমুখী করা হয়। এরপর রিকভারি ভ্যান এর মাধ্যমে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে তোলা হয়। গাড়িটি উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত করছে আশি ঘর ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের অভিযোগ যতদিন না পর্যন্ত ইস্টার্ন বাইপাসে পর্যাপ্ত আলো না লাগানো হবে ততদিন এই দুর্ঘটনা অব্যাহত থাকবে বলেই অভিযোগ তাদের। ‌ পাশাপাশি উল্টোদিকে যানবাহন চলাচল করলেও পুলিশের নজরদারি নেই বলেও এলাকাবাসীদের অভিযোগ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments